নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : স্বাস্থ্যবিধি উপেতি, হাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় জনস্রোতকে রুখতে না পারা এবং যত্র তত্র বহিরাগতদের শহরে এলাকায় আনাগোনা, ভারতীয় সীমান্ত সঠিক ভাবে সুরতি না থাকায় দিনে দিনে কুষ্টিয়ায় করোনা ভংকর রুপ ধারণ করছে। গত ২৪ ঘন্টায় সব রেকর্ড ভেঙ্গে ৩২৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্ব্যবরণ করেছেন ৯ জন। যেনো রেকর্ড ভাঙার খেলায় মেতেছে মরণ ভাইরাস করোনা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ শত ১৫ জন এবং শনাক্ত ৮ হাজার ৫০ জন। বৃহস্পতিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব ও র্যাপিড এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৮৩০টি নমুনা পরীা করা হয়। এরমধ্যে ৩২৪ টি নমুনা পজিটিভ আসে। এটাই করোনা শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্ত কুষ্টিয়া জেলায়। এদিন পরীার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৩৯ শতাংশ। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছে ৯ জন করোনা রোগী। নতুন রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় সর্বোচ্চ ১১৩ জন, কুমারখালী উপজেলায় ৫৪ জন, দৌলতপুর উপজেলায় ৪৯, ভেড়ামারা উপজেলায় ৫২ জন, মিরপুর উপজেলায় ৩৩ জন এবং খোকসা উপজেলায় ২৩ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৮০৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৫৩ জন। এদিকে আজ থেকে কুষ্টিয়াসহ সারাদেশে ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। সর্বাত্মক লকডাউন কার্যকরে আজ থেকে মাঠে থাকছে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবহিনী। সাধারণ মানুষের রাস্তায় প্রয়োজন ব্যতিত বের না হওয়া, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা জায়গায় কাঁচা বাজার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে, হোটেল রেষ্টুরেন্টে পার্সেলভাবে খাবার সরবরাহ করা যাবে। ব্যাংক সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন, সর্বাত্মক লকডাউন কার্যকরের জেলা প্রশাসন মাঠ পর্যায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ডসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ জনসমাগম, স্বাস্থ্য বিধি লংঘনকারী, অহেতুক ঘরের বাইরে আসা, উল্লেখিত জরুরী প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়া তাদেরকে সংক্রমন আইনের আওতায় আনা। এ সব কাজ করতে পুর্বের ন্যায় আজ থেকেও একই ভাবে আরও কঠোর ভাবে কাজ করবে। পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জানান, মানুষকে সচেতনতার পাশাপাশি কুষ্টিয়ার এই করোনা পরিস্থিতিতে কুষ্টিয়া পুলিশ লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে এবং থাকবে।
পিস্তল ও ১৫টি ককটেলসহ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক
স্টাফ রিপোর্টার, যশোর : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা যশোরের আলোচিত ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে । মঙ্হলবার মধ্যরাতে...
বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। পণ্য চালানটিতে সাদা...
রাজগঞ্জে গণভোটে সচেতনতা বাড়াতে উৎসবমুখর মক ভোটিং
যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর মক...
যশোরে বিটিএইচের বর্ণাঢ্য পিঠা উৎসব নিয়ে সংবাদ সম্মেলন
যশোর অফিস : বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে যশোরে আয়োজন করা হচ্ছে ‘বিটিএইচ পিঠা উৎসব–২০২৬’। এ উপলক্ষে বুধবার বিকেলে শহরের লালদিঘি...
যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
যশোর অফিস : সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। নিজের ও পরিবারের...














