করোনা ভাইরাসে শৈলকুপায় ১০ দিনে একই পরিবারের ৩ জনের মৃত্যু

0
267

নোমান পারভেজ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি ঃ ছেলে, মা ও নানার মৃত্যুতে শোক জানানোর কেউ নেই। লাশ পড়ে আছে ঘরের এক কনে। পরিবার, আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই লাশের পাশে, এমন কি দুঃখ প্রকাশ করার মত কেউ নেই। কে কাটবে কবর, কে করবে জানাজা, কে করবে দাফন! মৃত্যুপুরিতে রূপ নিয়েছে এই বাড়িটি। ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামে। করোনায় আক্রান্ত হয়ে ১০ দিনের ভিতর একই পরিবারের ৩ জনের মৃত্যু। পরিবারটিতে মৃত্যুর মিছিল শুরু হয় জিহাদ(১৪) দিয়ে। তার মৃত্যু হয় ২০ জুন রবিবার। এরপর বৃহস্পতিবার ২৪ জুন মৃত্যু হয় জিহাদের মা রোখসানার(৪৮) সর্বশেষ আজ (গতকাল) সকাল ৫ টার সময় মারা গেছে রোখসানার বাবা সৈয়দ মাহাবুব হোসেন(৬৫)। সৈয়দ মাহাবুব হোসেন এর লাশ বাড়িতে পড়েছিলো। তার লাশ দেখতে বা কাফনে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তার মৃত্যুর খবর শোনার পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের নির্দেশে উপজেলা প্যাথলজি বিভাগের টিম নিহত সৈয়দ মাহাবুব হোসেন এর নমুনা তার নিজ বাড়িতে এসে সংগ্রহ করে নিয়ে যায় এবং এন্টি জেন রিপোর্টে করোনা সনাক্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সৈয়দ মাহাবুব হোসেনের দাফন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here