মহেশপুরে করোনায় এক মাসে ১৩ জনের মৃত্যু

0
313

মহেশপুর প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহের মহেশপুরে গত ২৪ দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ইউএনও , ডাক্তার-শিক্ষক সহ ৩০২ জন। সরকারী হিসাব মতে ৩০২ জনের কথা বল্লেও সীমান্ত বর্তী গ্রাম গুলতে করোনা উপসর্গ নিয়ে শত শত মানুষ বসবাস করছে। তারা লোক লজ্জার ভয়ে ও ঝামেলা এরাতে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছে। করোনা আক্রান্ত হয়ে গত এক মাসে মৃত্যু বরণ করেছেন ১ লা জুলায় মহেশপুর পোষ্ট অফিস পাড়ার গোপি বাবু (৭০),৩০শে জুন উপজেলার পান্তাপাড়া গ্রামের সিরাজ উদ্দীন (৬৩), দলি আক্তার(৩৫), ২৮ শে জুন শ্যামকুড় গ্রামের ইকবার কবির (৪০), ২৭ জুন গকুল নগর গ্রামের রবিউল ইসলাম (৭০),২৬ শে জুন তেলটুপি গ্রামের গ্রাম্য ডাক্তার আব্দুল আজিজ (৭০),২৩ শে জুন বলিভদ্রপুর গ্রামের লিয়াকত আলী (৬০), ২১ শে জুন নাটিমা গ্রামের মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান(৩৮),২০ শে জুন যুগিহুদা ভালাইপুর পাড়ার বানেছা বেগম(৫০), ১৯ শে জুন পান্তাপারা গ্রামের রুবেল হোসেন(২৩), ১৩ জুন সামন্তা পুটি পাড়া গ্রামের ইয়ানবী(৫৫). ১২ জুন পুরন্দপুর গ্রামের শহীদ জিয়াউর রহমান কলেজের সহকরী অধ্যাপক মুখছিদুল ইসলাম (৪৭) ও ৮ জুন সীমান্ত বর্তী জিন্নাহনগর গ্রামের সাবেক স্কুল শিক্ষক খন্দকার জহুরুল হক (৭৫) এর করুন মৃত্যু হয়েছে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার জানান মহেশপুরে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে । প্রতিদিন বাড়ছে আশস্কাজনক ভাবে। তিনি আরও বলেন সীমান্ত এলাকাগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here