রাস্তার গাছ কেটে বিক্রি করে দিয়েছে ঢাকুরিয়ার একটি চোর চক্র

0
231

ভ্রাম্যমাণ (মণিরামপুর) প্রতিনিধি : মণিরামপুর ঢাকুরিয়া রাস্তার বাবলা গাছ কেটে বিক্রি করে দিয়েছে একটি চোর চক্র। এলাকাবাসির চাপে বিক্রিত কাঠ ব্যবসায়ীর কাছ থেকে কিছু ফেরৎ এনেছে চোর চক্র বলে অভিযোগ। এলাকা সূত্রে জানাযায়, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া মণিরামপুর রাস্তার জয়পুর শিকারি পাড়া মাঠের পাশ থেকে ২১জুন একটি বাবলা গাছ যার আনুমানিক মূল্য ১১ হাজার টাকা। এলাকার লোকজনের চাপে চোর চক্রটি বিক্রিত কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কাঠ ফেরৎ আনা হয়েছে। এঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। জয়পুর গ্রামের আব্দুল খালেক ও এনানুর রহমান জানায়, একই গ্রামের সিরাজুল ইসলাম ও হুসাইন দিনের বেলায় প্রকাশ্য লোকের মধ্যে থেকে ১১/১২ হাজার টাকার একটি বাবলা গাছ কেটে বিক্রি করে লাউকুন্ডা গ্রামের এক কাঠ ব্যবসায়ীর কাছে। সেখান থেকে ছোট ছোট দু’পিচ কাঠ ফেরৎ আনা হয়েছে। আর বাকি কাঠের টাকা তাদের কাছে। জয়পুর ৮নং ওযার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান জানায়, সরকারী রাস্তার গাছ কেটে বিক্রি করে দিয়েছে একটি চোর চক্র। গাছ কাটার অপরাধে প্রাশাসনের কাছে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাছি। বিষয়টি জানার জন্য উপজেলা ডাক বাংলোর কেয়ারটিকার মোবাইল ফোনে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here