যশোরে গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

0
305

নিজস্ব প্রতিবেদক : জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৩২ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ১৬৯ জনে।

রবিবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৮৫ জন, কেশবপুরে ০৬ জন, ঝিকরগাছায় ৩২ জন, অভয়নগরে ৪৭ জন, মনিরামপুরে ০৩ জন, বাঘারপাড়ায় ০৯ জন, শার্শায় ০৩ জন ও চৌগাছায় ১০ জন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here