যশোরে এমপি নাবিল আহমেদের পে কর্মহীনদের নগদ অর্থ প্রদান

0
257

স্টাফ রিপোর্টার : করোনাকালে কর্মহীন হয়ে পড়া যশোরের অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ রবিবার সদর উপজেলার ইছালী ইউনিয়নে ভ্যানচালক, দিনমজুর, চা-মুদি দোকানীসহ সাধারণ মানুষের মাঝে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প থেকে শতাধিক মানুষের মাঝে এই আর্থিক সহায়তা দেয়া হয়। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে এই অর্থ প্রদান করেন। ইউনিয়নের মনোহরপুর বাজার ও কায়েতখালীতে এই অর্থ প্রদান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাজাহার। এ সময় উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here