পাইকগাছায় থেমে নেই মানবতার ফেরিওয়ালা খ্যাত চেয়ারম্যান তুহিনের দৌড়ঝাপ

0
350

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় থেমে নেই মানবতার ফেরিওয়ালা খ্যাত ৬ নং লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের দৌড়ঝাপ। প্রাকৃতিক দূর্যোগ সহ যে কোন মহামারিতে জনগনের সেবা করা। বর্তমান করোনাকালীন এই মহামারিতেও বিরামহীনভাবে চলছে তার মানবিক কার্যক্রম। থেমে নেই এই করোনা যোদ্ধা, থেমে নেই তার দুর্যোগকালীন মিশন । কতটা মানবিকতা থাকলে এই কঠিন সময়েও সারাদিন মানুষের কল্যাণে কাজ করে আবার গভীর রাত পযর্ন্ত ক্ষুধার্ত মানুষের বাড়ীতে বাড়ীতে খাদ্য ও আর্থিক সহায়তা পৌছে দিচ্ছেন। আবার নিজ উদ্যোগে অক্সিজেন বিতরণ সহ নিজ হাতে জনগনকে মাক্স পরিয়ে দিচ্ছেন। সকলে তার এই মানবিক কাজের জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here