চৌগাছায় নিউমোনিয়ায় মেধাবী স্কুলছাত্রীর মৃত্যু

0
258

চৌগাছা (যশোর) প্রতিনিধি : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিরিনা সুলতানা স্বপ্না (১৬) নামে এক মেধাবী স্কুলছাত্রীর মৃত্যু হয়েছেছে। সে যশোরের চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের মশিয়ার রহমানের মেয়ে। স্বপ্না চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। মৃতের পরিবার জানায়, স্বপ্না বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে নানা শারীরিক জটিলতায় ভুগছিল। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে চৌগাছা হাসপাতালে, তারপর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে যশোর থেকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল তাকে। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার গভীর রাতে সে মৃত্যুবরণ করে। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বলেন, ‘মেয়েটি খুবই হাসিখুশি এবং মেধাবী ছিল। আমাদের বিদ্যালয়ে বেশিরভাগ পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করে। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণ করার কথা ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here