বেনাপোলে বাস্তুহারালীগ নেতাসহ তিন জুয়াড়ি গ্রেফতার

0
314

স্টাফ রিপোর্টার, বেনাপোল (যশোর) : ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শার্শা উপজেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলীসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৭ হাজার ১০০ টাকা, দুই জোড়া তাস, একটি টর্চলাইট, একটি পাটি এবং একটি খাতা উদ্ধার করা হয়। সোমবার রাত ১২টার সময় এই অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ভবেরবেড় গ্রামের একাধিক মাদক মামলাসহ অন্যান্য মামলার আসামি শফি মোড়লের ছেলে মোহাম্মাদ আলী (৩৮), জানে আলম এর ছেলে মো. মঞ্জু (৩৪) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে মশিয়ার রহমান (৩৬)। বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই গ্রামের শাহ আলমের পরিত্যক্ত জমিতে শার্শা উপজেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলীর নেতৃত্বে জুয়ার আসর বসেছে। পরে সেখানে অভিযান চালিয়ে টাকা, জুয়া খেলার দ্রব্যাদিসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, গ্রেফতার জুয়াাড়িদের নামে মামলা দিয়ে মঙ্গলবার (৬ জুলাই) যশোর আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here