কই ও শৈলমাছ মিলছে এখন সরকারি মাহতাব উদ্দিন কলেজ মাঠে।

0
478

মিশন আলী স্টাফ রিপোর্টার কালিগঞ্জ (ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজটি মহামারী করোনার কারণে অনেকদিন যাবত বন্ধ থাকায় কলেজ মাঠে বৃষ্টিতে হাটু পানি জমে আছে ।
আর এই পানিতেই মাছ ধরায় ব্যস্ত সময় পার করছে শিশু-কিশোর সহ নানা পেশার মানুষ । মাছ ধরতে এখন প্রতিদিন মানুষ আসছে কলেজের মাঠে। কলেজ মাঠ দেখে মনে হবে খাল অথবা কোন বিলে পরিণত হয়েছে ।
মঙ্গলবার বিকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে দেখা যায় , কলেজ মাঠ জুড়ে পানিতে ঢেউ খেলছে । কলেজের উত্তর পাশের ২য় তলা ভবনের নিচতলার প্রতিটি শ্রেণীকক্ষে পানি উঠে গেছে। কলেজের শহীদ মিনারের পাড়ে বসে বেশ কয়েকজন ছিপ দিয়ে মাছ ধরছেন। তারা কিছু মাছও পেয়েছেন। মাছের মধ্যে রয়েছে ছোট কই,শৈল, সিলভার কাপ, মিনাল কাপ,মনোসেক্স সর পুটি, ছোটপুনা মাছ সহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ।
সাবেক ছাত্র মারুফ ও রকি জানান গত চারদিন আগে রাতে মাছ মারতে এসে আমরা দুইজন মিলে প্রায় চার কেজি মাছ মারি সেখানে মনোসেক্স,মিনাল কাপ এবং শোল মাছ পাই।

বাকুলিয়া গ্রামের রেজাউল ইসলাম নামের একজন জানান মহামারী করোনার কারণে চলছে লকডাউন ,তাই ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ,বাড়ি কাজ নেই এইজন্য প্রতিদিন দুপুর বেলা এসে ,এই কলেজ মাঠে ছিপ দিয়ে মাছ ধরি ,আমার মতো আরও অনেকে এই কলেজ মাঠে ছিপ দিয়ে মাছ ধরতে আসে । কি কি মাছ পাওয়া যায় জিজ্ঞাসা করলে তিনি বলেন বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ পাওয়া যায়।

মাহতাব উদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন হোসেন জানান কলেজ চলাকালিন এই মাঠে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম ,আর করোনার কারণে কলেজ বন্ধ থাকায়,ও ভারী বর্ষা হওয়ার কারণে আমরা এখন ছিপ দিয়ে মাছ ধরছি। কলেজের ওই ছাত্র আরো বলেন আর কিছুদিন কলেজ বন্ধ থাকলে,ও ভারী বর্ষা হলে হয়তোবা জাল ফেলে মাছ ধরা যাবে।

এই বিষয়ে মাহতাব উদ্দিন কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আল মাসুদ করিম তার বক্তব্যই জানান,কলেজের দক্ষিণ পাশে একটি পুকুর আছে আর কলেজের উত্তর পাশে দ্বিতীয় তলা ভবনের পিছনে খানা গর্ত আছে। ভারী বর্ষা হওয়ার কারণে এই দুই পাশের পানি কলেজের ঢুকে যাই। কলেজের পানি বের হবার জন্য একমাত্র কালভার্টটি নষ্ট হয়ে গিয়েছে।এর জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান ,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ উদ্দিন স্যার এই বিষয়টি কালীগঞ্জ স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ( আনার ) এমপি মহাদয় ,উপজেলা নির্বাহি অফিসার ও পৌরসভার মেয়র মহাদয় কে জানিয়েছেন। দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আল মাসুদ করিম বলেন ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম (আনার )কলেজটি পরিদর্শন করে গিয়েছেন । এবং খুব শীঘ্রই পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে আসস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here