লোহাগড়ার লক্ষীপাশা ইউপিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্রদের অর্থ প্রদান

0
269

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন শ্রেণি পেশার দরিদ্রদের সরকারি বরাদ্দের নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঝিকড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন দরিদ্রদের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করেন। বিভিন্ন গ্রামের সাত শত দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি পাঁচশত টাকা করে প্রদান করা হয়। উল্লেখ্য, করোনাকালে সরকারি বরাদ্দের চাল ও টাকা সুষ্ঠুভাবে বিতরণ করেন জনপ্রিয় চেয়ারম্যান কাজী বনি আমিন। তিনি লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি। নিজ জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে দরিদ্র ও সাধারণ মানুষের খুব কাছে থেকে সেবা প্রদান করছেন তিনি। ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। নগদ অর্থ প্রদানকালে পরিষদের সচিব, সরকারি কর্মকর্তা সহ মেম্বর মোঃ হাদিয়ার রহমান মল্লিক, জিরু কাজী, মোঃ আবু সাইদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here