নড়াইলে করোনায় অসহায় মানুষের মাঝে পুনাকের সভানেত্রী’র খাদ্য সামগ্রী বিতরণ

0
431

উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে: নড়াইলে করোনায় লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, নড়াইল জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি।(১০ জুলাই)শনিবার রাতে নড়াইল পুলিশ লাইন্স স্কুল, জমিদার বাড়ি মন্দির চত্বর,ও মুলিয়া বিট পুলিশিং কার্যালয়ে ও শাহাবাদ ইউনিয়ন পরিষদে দুইশত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।এ খাদ্যসামগ্রী বিতরণ করেন, নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকী,পুলিশ নারী কল্যাণ সমিতি নড়াইলের সভা নেত্রী রুনুু দে, সদর থানার ওসি শওকত কবীর,ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা, ওসি অপারেশন সদর থানা শিমুল দাস ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে সবার উদ্দেশে বলেন,এই মহামারী করোনার সময়ে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here