চৌগাছার পাট ক্ষেত থেকে উদ্ধার নিহত কিশোরের বাড়ি মহেশপুরে

0
274

জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ সোমবার চৌগাছায় পাট ক্ষেত থেকে উদ্ধার কিশোরের পরিচয় পাওয়া গেছে। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিরেন একমাত্র পুত্র রাতুল হোসেন (১৭)। সে শ্যামবাজার এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ১২জুলাই সোমবার যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্বাশান ঘাট এলাকার একটি পাটক্ষেতের মধ্য হতে মুখে কসটেপ জড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। সামাজিক যোগযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ হলে নিহতের স্বজনরা তাকে চিহ্নিত করে। নিহতের চাচা নাসিরউদ্দিন জানান ১৩জুলাই রবিবার সকালে মহেশপুর বাজারে আসার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। পরদিন তার লাশ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here