মহেশপুর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে মায়ের আর্তনাদ

0
284

জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ ঝিনাইদহের মহেশপুরে হারিয়ে যাওয়া ছেলে আরাফাত হোসেন(১১)কে ফিরে পেতে তার মা রাস্তায় রাস্তায় আর্তনাদ করে বেড়াচ্ছেন। জানাগেছে গত পহেলা জুন উপজেলার মকরধসপুর গ্রামের খাজেন আলীর পুত্র আরাফাত হোসেন নানা বাড়ী একই উপজেলার ডুমুরতলা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেনি। সে বুদ্ধি প্রতিবন্ধী একজন শিশু। একমাত্র পুত্র সান্তানকে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে পরিবারটি। তার সন্ধানে বিভিন্ন হাট বাজার, জন সমাগম স্থানে পোষ্টারিং ও মাইকিং করে তাকে খুজে চলেছে তার পরিবার। আরাফাতের মা আরিফা খাতুন বলেন আরাফাত একাই তার নানা বাড়ীতে যাওয়া আসা করত। কিন্তু ঐদিন বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। আমরা আত্মীয় বাড়ি সহ বিভিন্ন স্থানে খোজ খবর নিয়েও তাকে পাচ্ছি না। কোন ব্যাক্তি যদি আমার সোনার মানিকের সন্ধান পান তাহলে ০১৯৭৯২২৪৮৭১, ০১৭০৮৬৭৯২৪৪ নম্বরে আমাদেরকে জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here