মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মান কাজের উদ্বোধন

0
321

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মান কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাবিটা প্রকল্পের ১৩ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মান করা হবে। শনিবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে মহেশপুর পৌর এলাকার গোডাউর মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,মুক্তিযুদ্ধ চলাকালিন কমন্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মান কাজের প্রকল্পের সভাপতি হুমায়ুন কবির,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ, জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী,এম এ আসাদ,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ হক,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here