মেয়াদ উত্তীর্ণ তালা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

0
397

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্তে তালা উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শনিবার সন্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারন সম্পাদক মো: সুমন হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের কোন সাংগঠনিক তৎপরতা না থাকার পাশাপাশি কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ৪ দিনের কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে। কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে পদ-পদবীর জন্য নড়েচড়ে বসেছেন পদপ্রত্যাশীরা। পদ-পদবী নিজের কাছে নিতে হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here