শালিখায় গাঁজাসহ আটক ব্যক্তিকে জরিমানা

0
285

শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় ফুলমিয়া(৪৫) নামে এক ব্যক্তিকে সাত পুরিয়া গাঁজাসহ আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃত ফুলমিয়া শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে। দীর্ঘদিন ধরে সে গাঁজা সেবন ও গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিল বলে স্থানীয়রা জানান।গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সিমাখালি বাজারের নিজ সেলুনের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বাতেন। এসময় উপস্থিত ছিলেন এসআই রকিবুল ইসলাম, প্রসেস সার্ভার ওলিয়ার রহমান, আনসার সদস্য প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বলেন, শালিখা উপজেলা এক সময় মাদকমুক্ত ছিল মূলত সেটাকে অব্যাহত রাখতে এবং শালিখা উপজেলা শতভাগ মাদকমুক্ত রাখতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here