নড়াইলে ইউপি সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
389

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল সদর উপজেলা মাইজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়েন উদ্দিন এর বিরুদ্ধে ১৯ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ইজিপির ২য় পর্যায়ে কর্মসূচির আওতায় ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়ন কাজের অনিয়মের অভিযোগ এনে যে সংবাদ টি প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য আয়েন উদ্দিন সহ স্থানীয় এলাকা বাঁশি। ২৭ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় নড়াইলে এসে ইউপি সদস্য আয়েন উদ্দিন তার লিখিত অভিযোগ পড়া শোনান সাংবাদিক দের। তিনি তার লিখিত অভিযোগে বলেন, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে ২য় পর্যায়ে অতি দরিদ্র দের কর্মসংস্থান (ইজিপিপি) এর অধিনে ২০২০-২১ অর্থ বছরের ২ল ৩২ হজার টাকা বরাদ্দে মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর সমরেশ কুন্ডুর বাড়ি থেকে সুভাষ কুন্ডুর বাড়ির অভিমুখে রাস্তাটি মাটি দ্বারা সংস্করণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে তা আদও সত্য নয়। তিনি সাংবাদিক দের আরও বলেন প্রকাশিত সংবাদের উল্লেখিত বলা হয়েছে কাজের পিআইসি আয়েন উদ্দিন অভিযোগ টি শিকার করে বলেছেন ধান কাটার সময় শ্রমিকের অভাবে ঠিকমত কাজ করা সম্ভব হয়নি। এটাও সত্যনয় বলে জানান কাজের পিআইসি ইউপি সদস্য আয়েন উদ্দিন। তিনি বলেন এ ব্যাপারে আমার সাথে কোন কথা হয়নি,আমাকে সমাজের চোঁখে হেয় প্রতিপন্ন করার জন্য ও আমার সন্মান নস্ট করতে একটি কু চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়েছে সাংবাদিক দের। আমি এ ঘটনার তিব্র প্রতিবাদ জানাচ্ছি। এবিসয়ে ২৭ জুলাই মোবাইলে সদর উপজেলার বাস্তবায়ন প্রকল্পের প্রকৌশলী রবিউল ইসলামের কাছে তার ব্যাবহ্রত ০১৯১৪-৫০৫৮৩০ মোবাইলে এ জানতে চাওয়া হলে তিনিও বিসয়টি নিশ্চিত করে বলেন আমার কাছে এ ব্যাপারে কেউ কোন কিছু শুনেনি বা জানতে চাইনি। তাছাড়া যে বিসয়ে আমাকে জড়িয়ে এই অপপ্রচার করা হয়েছে তা আদও সত্য নয়। বরং এ কাজে আমি সরজমিনে থেকে পরিপূর্ণ কাজ বুঝে নিয়েছি, যার ছবি আমার অফিসে নথিভুক্ত রয়েছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অবগত আছেন।যথা সময়ে তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here