শালিখায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা সহ ৬ জন আহত, ৩ জনের অবস্থা খুবই আসংকা জনক

0
266

শালিখা,( মাগুরা) প্রতিনিধি ঃ শালিখায় উপজেলার মনোখালী গ্রামে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা সহ ৬ জন আহত হয়েছে।আহতদেরকে মাগুরা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হল গঙ্গারামপুর ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিমাংসু বিদ্যাধর,আওয়ামী লীগ নেতা নিখিল বিশ্বাস, জয় বিশ্বাস, দীপং বিশ্বাস, গোলক বালা ও স্বপন বাওয়ালী। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য নিখিল বিশ্বাস, জয় বিশ্বাস ও গোলক বালাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে।মামলা নং ৫/২১। মামলা সুত্রে জানাযায় আসামী শ্রীপতি রায়,শিব রায়,সুদেব রায়,সুজয় রায়,বিজয় রায়,সুকান্ত রায়,রমেশ বিশ্বাস, বাবু রাম বিশ্বাস, অরুপ বিশ্বাস এদের সাথে দির্ঘ দিন ধরে বাদীদের সাথে সামাজিকতার চরম বিরোধ চলছিল। ফলে আসামীরা সুযোগ বুঝে গত ২৭/৭/২০২১ তারিখ বিকাল ৪টায় সময় পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, ছ্যান দা সহ ও চাইনিজ কুড়াল সহ শ্রীপতি রায়ের দোকানের সামনে থেকে নিখিল বিশ্বাস কে অতর্কিত হামলা করে এলো পাতাড়ি কোপাতে থাকে। নিখিল বিশ্বাসের ডাক চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে আহত করে। ঘটনাস্থলে এসে পুলিশ ৫ জনকে দেশীয় অস্ত্র সহ আটক করে আদালতে পাঠায়। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছের আহতদের পরিবার সহ এলাকার সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here