নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাজাঁসহ গ্রেপ্তার ১

0
272

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার সদর থানাধীন মধুরগাতী এলাকায় অভিযান চালিয়ে একাধীক মাদক মামলার আসামী কে (২৫০গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি”র) একটি চৌকস টিম।

শুক্রবার (৩০ জুলাই) গভীর রাতে মোহাম্মদ ইউসুফ মোল্লা (৪০) নামে ওই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করা কয়।আটককৃত মোহাম্মদ ইউসুফ মোল্লা সদর থানাধীন মধুরগাতী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় সদর থানাধীন মধুরগাতী গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোহাম্মদ ইউসুফ মোল্লা (৪০) কে নিষিদ্ধ ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান,বিষয়টি নিশ্চিত করে বলেন,গাঁজাসহ মোহাম্মদ ইউসুফ শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি,আটককৃত ব্যক্তিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here