নড়াইলে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
278

প্রতিনিধি নড়াইলঃ নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস ২০২১’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা সংক্রামণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস ২০২১’ পালনের জন্য জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর মুর্যাল ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, কোরআন খতম, অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা,রচনা,চিত্রাংকন,হমদ-নাথ প্রতিযোগীতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, যুব ঋন বিতরণ, সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলঅ প্রশাসক (সার্বিক) ফকরুল আলম, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগরে সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টু,জেলা আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্তুজা স্বপন, জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস,এম পলাশ, জেলা ছত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আইনজীবি, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here