স্টাফ রিপোর্টার:- মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাংগুলিয়া গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ঠ সমাজ সেবক শরিফুল ইসলাম। ছাত্রজীবন থেকে তার একটাই নেশা জনসেবা করা। জনগনের সুখ দু:খের সাথী হয়ে কাজ করাই ছিল তার লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি দীর্ঘকাল সরকারী চাকুরী করার মধ্যেও বিগত ১৫ বছর ধরে ওয়ার্ডের জনগনের পাশে থাকার চেষ্টা করেছেন। জনগনের বিপদে আপদে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গাংগুলিয়া গ্রামে তার প্রচেষ্টায় যথেষ্ঠ উন্নয়ন মূলক কাজ হয়েছে। বিভিন্ন কাজের মাঝেও তিনি প্রতিনিয়ত ওয়ার্ডের জনগনের খোজ খবর রাখেন। যার কারনে তিনি জনগনের কাছে অধিক গ্রহন যোগ্যতা পেয়েছেন।
এদিকে শরিফুল ইসলাম গত ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে মেম্বর পদে নির্বাচনী প্রতিদ্বন্দিতা করেছিলেন। কারসাজির পরও সীমিত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়েও তিনি পিছু হটেনি। সেই থেকে সবসময় জনগনের সাথে রয়েছেন। আসছে আগামী নির্বাচনে এ ওয়ার্ড থেকে তিনি মেম্বর প্রার্থী হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দিতা করবেন।
কথা হয় গাংগুলিয়া গ্রামের বয়বৃদ্ধ তবিবর বিশ্বাস ও হানেফ মোড়লের সাথে তারা বলেন, শরিফুল ছেলে হিসাবে ভালো। তাকে বিপদে আপদে হাকে ডাকে পাওয়া যায়। সবার সাথে সে ভালো ব্যবহার করে। একই সুরে কথা বলেন শাহাদাৎ, সাঈদ ও আব্দুল আজিজ। তারা আরো বলেন, শরিফুল একজন কর্মট লোক। কথায় আছে, সকল কাজের কাজী। ঠিক তেমনি ব্যক্তি হলেন সে। তাই আমরা তাকে ভালবাসী পছন্দ করি এবং আদর করে এতিম বলে ডাকি। সে মেম্বর হোক এটা আমরা চাই।
এ বিষয়ে কথা হয় মেম্বর প্রার্থী শরিফুল ইসলাম সাথে তিনি প্রতিনিধিকে বলেন, আমার ছোটকাল থেকে প্রত্যাশা জনসেবা করা। আমার ওয়ার্ড নয়, পুরা ইউনিয়ন বাসীকে আমি বিভিন্ন কাজের মাধ্যমে সেবা দিয়ে থাকি। যার কারনে ওয়ার্ডবাসীসহ ইউনিয়নের মানুষ আমাকে ভালবাসেন। সেই ভালবাসার প্রতিদান দিতে আমি আগামী ইউপি নির্বাচনে মেম্মর পদে নির্বাচন করবো। আশা করি ওয়ার্ডের আপামর জনগন আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে ওয়ার্ডে কোন দূনীতি বাজ থাকবে না, মাদক মুক্ত সমাজ করা হবে এটাই আমার মূল লক্ষ্য।














