স্টাফ রিপোর্টার: যশোরে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের নমুনা পরীা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫৬৪ জনে। একই সময়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এনিয়ে যশোরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৯ জনে।
শুক্রবার সকালে যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের নমুনা পরীা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯১ জন, মণিরামপুরে ৩ জন, ঝিকরগাছায় ১২ জন, শার্শায় রয়েছেন ৭ জন, চৌগাছায় ৫ জন, বাঘারপাড়ায় ২ জন ও অভয়নগরে রয়েছেন ১৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৬ শতাংশ।














