কামরুজামান লিটন ঝিনাইদহ : মহামারী করোণায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দিইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল আজিজ,৪নং ওয়ার্ড বিএনপির সাধাঃসম্পাঃ সেরেগুল ইসলাম সহ নিহত নেতৃবৃন্দের জন্য এবং করোনায় আক্রান্ত অসুস্থ কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ঝিনাইদহের কৃতিসন্তান সুপ্রিম কোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট মোঃ আসাদুর রহমান আসাদ ভাই, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ভাই সহ অসুস্থ সকল নেতৃবৃন্দের আশু রোগমুক্তির কামনায় আজ বাদ জুম্মা নতুন হাটখোলা জামে মসজিদে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এস এম মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন আলম, উপজেলা ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক বৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, থানা ও পৌর সভার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।














