ঝিনাইদহে কিন্ডারগার্টেন স্কুলের শিক কর্মচারীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

0
341

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুলের শিক-কর্মচারীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।। মঙ্গলবার সকাল ১১ টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের প থেকে এ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম ইকবাল কবির, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন সহ অন্যান্যরা । অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম নুরুন্নবী। পৌরসভার মধ্যে ৪৫ টি শিা প্রতিষ্ঠানের ৩৬২ জন শিককে ২০০০ টাকা ও ৫০জন কর্মচারীদের প্রত্যেকের ১০০০ টাকা হারে মোট ৭ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়। কিন্ডারগার্টেন স্কুলের শিক, কর্মচারী খুবই খুশি হয়েছেন বলে জানান ঝিনাইদহ উদয়ন স্কুল ও ঝিনাইদহ ওয়াজির আলী স্কুলের প্রধান শিক হাবিবুর রহমান। তিনি বলেন কিন্ডারগার্টেন স্কুলের শিকরা মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here