যশোরে আধাকেজি গাঁজাসহ যুবক আটক

0
301

স্টাফ রিপোর্টার : প্রায় আধাকেজি গাঁজাসহ বাপ্পি সাহা (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যশোর শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়া হঠাৎপাড়ার নারায়ণ সাহা ওরফে নড়– গোপালের ছেলে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরে তিনি গোপন সূত্রে জানতে পারেন নাড়– গোপালের বাড়ির সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য দাড়িয়ে আছে। তিনি দুপুর আড়াইটার দিকে দিখোনে অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করেন। পরে তার পরিহিত লঙ্গীর গাঁট তল্লাশি করে সাড়ে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here