সাতক্ষীরা ভিবিডি ভলেন্টিয়ার বাংলাদেশ এরপক্ষ থেকে দেবহাটার পারুলিয়ায় গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে করোনা কালীন সময়ে ত্রান সামগ্রী বিতরণ

0
315

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙা এলাকার সহ-প্রায় ২০০শতজন গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৪/০৮/২০২ইং-আগষ্ট বেলা সাড়ে ১০ টার দিকে পরুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে করোনা কালীন সময়ে একটি পরিবারের সদস্যদের এক সপ্তাহ চলবে এমনই ভাবে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সরজমিন যেয়ে দেখা গেছে ভিবিডি ভলেন্টিয়ার বাংলাদেশ সাতক্ষীরা এর পক্ষে এই গরীব ও অসহায় মানুষের মাঝে মাক্স,বিতরণ ও দুরাত্মা বুঝায় রেখে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। দেওয়া হয়েছে,চাউল,ডাউল,আলু,তেল,সাবান, আটা লবন।এই ত্রাণ সমগ্রী পেয়ে সকল গরীব ও অসহায় নারী-পুরুষেরা ব্যাপক খুশিও আনান্দ প্রকাশ করে এবং স্লোগানে স্লোগানে ত্রান দাতাদের কে উপকার ভোগীরা স্বাগতম ধন্যবাদ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here