বাঘারপাড়ায় ক্লিনিক ও ডায়াগনোস্টিক পরিদর্শন করলেন সিভিল সার্জন

0
281

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ত্রুটিতে বন্ধ থাকা একাধিক ক্লিনিক ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। ক্লিনিক ডায়াগনোস্টিক মালিকদের আবেদনের প্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলা সদরের প্রায় ৬ টি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিক আশরাফ, করোনা ফোকাল পার্সন ডা. শাহ আলম রুবেল প্রমুখ।
জানা গেছে, গত কয়েক মাস আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ একাধিক ত্রুটি থাকার অভিযোগে খাজাবাবা ক্লিনিক এ্যন্ড ডায়াগনোস্টিক সেন্টার, হাজী ডায়াগনোস্টিক সেন্টার, ফাতেমা ক্লিনিক, আনোয়ারা ক্লিনিক এ্যন্ড ডায়াগনোস্টিক সেন্টার, মরিয়ম ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাক্তার, নার্স, রোগ নির্ণয়ের যন্ত্রাংশ, রুম ত্রুটিমুক্ত করে আবেদন করলে তদন্তপূর্বক খুলে দেওয়ার ঘোষণা দেন যশোরের সিভিল সার্জন। কয়েক মাস বন্ধ থাকার পর অনেক প্রতিষ্ঠান ত্রুটিমুক্ত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পরিদর্শনে আসার জন্য স্বাস্থ্য বিভাগে আবেদন করেন। একই সাথে ডক্টরস ডায়াবেটিকস সেন্টার এ্যন্ড ডায়গনোস্টিক নামে নতুন একটি প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশনসহ কার্যক্রম চালানোর জন্য অনুমতি চেয়ে আবেদন করেন স্বাস্থ্য বিভাগে। আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা পেয়ে এসব প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনে আসেন যশোর সিভিল সার্জনসহ একটি টিম।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা পেয়ে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়েছে। সার্বিক বিষয়ে স্বাস্থ্য বিভাগে প্রতিবেদন পাঠানো হবে। অনুমতি পেলে বন্ধ থাকা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here