শ্যামনগরে জাতীয় শোক দিবস পালিত

0
257

শ্যামনগর ব্যুরো ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষ্যে গতকাল ১৫ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় শ্যামনগর উপজেলা পরিষদের নতুন ভবন চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্প মাল্য অর্পন করে। পর্যায় ক্রমে উপজেলায় বিভিন্ন সংস্থা, আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্প মাল্য অর্পন করেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি), শ্যামনগর অফিসার ইনচার্জ ওহাহিদ মোরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ ইজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। এসময় শ্যামনগরের সকল সরকারি- বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here