কয়রা প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে কয়রা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। শোক দিবস উপলে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলে পৃথক পৃথক কর্মসূচী পালন করে। সকাল ৮:৩০ স্বাস্থ্য বিধি মেনে কয়রা উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিা প্রতিষ্ঠানগুলোর শিক ও ছাত্র-ছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে যুবঋণের চেক বিতরন এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ শোক দিবস উপলে ১৫ আগস্ট রবিবার ভোরে কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত,দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ির ছাঁদ সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।দিবসটি উপলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দুপুর ১২ টায় আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ উনার পরিবারের সকল শহীদ, ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের জন্য প্রাণ দেয়া সকল শহীদ, প্রধানমন্ত্রী ও তার পরিবারের দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














