মহেশপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

0
278

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহেশপুরের ফতেপুর ইউনিয়নব্যাপী যুব সমাজের উদ্যোগে প্রাতিষ্ঠানিক বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
যুব সমাজের দলনেতা সাদমান সাকিব(কেীশিক) জানান, কলেজ পড়–য়া ছাত্ররা নিজেদের অর্থায়নে ফতেপুর ইউনিয়নে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ছবেদা ও লিচু গাছের চারা রোপন করা হয়। শ্রমিক ছাড়াই তারা নিজেরাই এই চারা রোপন করেছে। কৌশিক আরো জানায়, বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা ও তার প্রেরণা থেকেই বৃক্ষ রোপন। গাছ রোপনের লক্ষ্য উদ্দেশ্য হলো একদিকে অক্রিজেন পাওয়া অপরদিকে প্রাণীকূল ফল ভোগ করতে পারবে। এর থেকেই তারা শান্তি পাবে। এই গাছ রোপনের পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। স্বেচ্ছায় গাছ রোপনে অংশ নেয় সাদমান সাকিব কৌশিক, তানভীর ইসলাম হৃদয়, তবির খান, রাসেল হুসাইন, বিপ্লব সেন, সোহান হোসাইন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here