সুন্দরবন উপকুলীয় প্রতিনিধিঃ শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র নবযাত্রা প্রকল্প ও ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা বিষয়ক উন্নয়ন কর্মসূচির আয়োজনে যুব ক্লাব ও যুব সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবযাত্রা প্রকল্পের সোস্যাল ইনক্লুসন স্পেশালিষ্ট প্রনতি বেরোনিকা কস্তার সঞ্চালনায় সমন্বয় সভাটি সভাপতিত্ব করেন উপজেলা নবযাত্রা প্রকল্পের
সিনিয়র অপারেশন কর্মকর্তা আশিষ কুমার হালদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মারুফ বিল্যাহ রুবেল, তথ্য প্রযুক্তি সম্পাদক মো.আশিকুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের যুব সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্থানের যুব ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।














