লোহাগড়ায় বঙ্গবন্ধুসহ শহীদদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

0
340

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, লোহাগড়া পৌর সভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে কুন্দসী প্রাইমারী স্কুল চত্বরে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল্লাহ ফয়সাল রিমু, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রোহান সহ নাইমুর রহমান আরমান, টিটব শেখ, বিশ^জিৎ রায়, সৌরভ হোসেন মোল্যা প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মোঃ আশরাফুল আলম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁর সুযোগ্য কণ্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকান্ত পরিশ্রম করে দেশের ব্যাপক উন্নয়নে কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর পাশে থেকে সাধ্যমতো গ্রাম পর্যায়ে উন্নয়ন কাজ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারবারই দরকার জননেত্রী শেখ হাসিনার সরকার। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here