চুকনগরে রাজমিন্ত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকুরীর নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ

0
387

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে রাজমিন্ত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকুরীর নামে ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজমিস্ত্রী কিভাবে ও কোন অপশক্তির ছত্রছায়ায় থেকে এভাবে সেনাবাহিনীতে চাকুরীর নামে ল ল টাকা হাতিয়ে নিচ্ছে এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে এক হতদরিদ্র ভ্যান চালক। উপজেলার মালতিয়া গ্রামের মৃত সুধীর দাসের পুত্র হতদরিদ্রভ্যান চালক বিকাশ চন্দ্র দাস (৪৫) প্রাপ্ত অভিযোগে বলেন, উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত মালেক শেখের পুত্র রাজমিস্ত্রী মোঃ সামাদ শেখ (৩৯) তার পুত্র হৃদয় কুমার দাসকে সেনাবাহিনীর অফিস সহকারী পদে চাকুরী দেয়ার কথা বলে ৫ল টাকা দাবি করে। তখন তিনি বিবাদীকে নগত ৬০হাজার টাকা প্রদান করে এবং তাকে দিয়ে সাদা ষ্ট্যাম্পে সই করিয়ে নেয়। কিন্তু বিবাদী তার পুত্রকে চাকুরী দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করে। উল্লেখ্য বিবাদী তার পুত্রকে একটি ভূয়া নিয়োগ পত্র প্রদান করে। এমতাবস্থায় গত ২৭/০৮/২১ইং তারিখ সন্ধ্যায় চুকনগর বাজারে বিবাদীর সাথে তার দেখা হলে তার কাছে টাকা ফেরত চাইলে অকথ্যভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্যত হয় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে বিবাদীর মোঃ সামাদ শেখ গত ১মাস আগে বলেন, কয়েকটা দিন অপো করেন সবার চাকুরী দিয়ে দেব। বর্তমানে বলছে আমি রাজমিন্ত্রীর কাজ করি। আমি চাকুরী দেয়ার কে উভয় বক্তব্যের রেকর্ড সংরতি আছে)? থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ওবাইদুর রহমান বলেন, এক ভ্যান চালক সামাদ মিস্ত্রী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here