মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় সুরাইয়া নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে শেখ হাসিনা সেতুর উপরে এই দূর্ঘটনা ঘটে।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন এবং তাদের চিকিৎসার খোজখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. দবির হোসেন ও অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন।
সুত্র জানায়, মেয়ের আবদার পুরণ করতে এদিন বিকেলে পার্শবর্তী বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ভ্যানচালক গোলজার মিয়া চার বছরের মেয়ে সুরাইয়া সহ পরিবার নিয়ে মহম্মদপুর শেখ হাসিনা সেতুতে ঘুরতে আসে। ব্রিজের উপরে থাকা অবস্থায় আকস্মিক দ্রুতগামী মটরসাইকেল এসে চাপা দেয় সুরাইয়াকে। এতে সুরাইয়ার মৃত্যু হয়।
পরে সুরাইয়া ও মটরসাইকেলে থাকা দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান সুরাইয়াকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত সাজিদ ও সোহানের অবস্থা আশঙ্কাজক হওয়ায় তাদেরকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মটরসাইকেল আরোহী সাজিদ শেখ (১৪) আলফাডাঙ্গা উপজেলার বেজড়া গ্রামের মঞ্জুরুল শেখে ছেলে এবং সোহান শেখ (২০) একই এলাকার ইকবাল শেখের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন বলেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। আর মটরসাইকেল আরোহী দুইজনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।














