কলারোয়ায় জাপা সভাপতিকে প্রাণনাশের হুমকির ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

0
257

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য মশিউর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম, রাজু রায়হানসহ শুভাকাঙ্খীবৃন্দ। উল্লেখ্য, কলারোয়ার চন্দনপুর ইউপি নির্বাচনে নৌকার সমর্থনে কাজ করায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন সম্প্রতি চান্দুড়িয়া বাজারে জাপা নেতা মশিউর রহমানকে হুমকি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here