যশোরে সরকারী চাকুরী দেওয়ার নামে কেশবপুর থেকে প্রতারক ও দালাল চক্রের সদস্য আটক

0
318

যশোর প্রতিনিধি : যশোরে সরকারী চাকুরী দেওয়ার নামে প্রতারনার দায়ে যশোর ডিবি পুলিশ, জেলার কেশবপুর উপজেলা এলাকা থেকে প্রতারক ও দালাল চক্রের সদস্যকে আটক করেছে।আটক ইউনুছ আলী সরদার (৩০) কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মৃত কওছার আলীর ছেলে। এসময় তার কাছ থেকে একটি চোরাই মটরসাইকেল একটি মোবাইল সেট ও মোবাইল সেট থেকে বিভিন্ন গোপন তথ্য উদ্ধার করা হয়। পুলিশ বলছে সম্প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনেস্টবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় দালাল ও প্রতারকচক্রের বিরুদ্ধে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। তারই ধারাবাহিকতায় যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরেরর কলাগাছি বাজারে অভিযান চালিয়ে ইউনুস আলী সরদারকে আটক করে।
পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোন ও তার ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনেস্টবল পদে নিয়োগে প্রতারণা পূর্বক প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদন পত্র ও অর্থ গ্রহনের তথ্য প্রমান পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here