ভারতে গেল সরকারের বিশেষ অনুমতির ২৩ মেট্রিক টন ইলিশ

0
290

বেনাপোল থেকেএনামুল হকঃ সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
ইলিশ রফতানি কারক ঢাকার ইউনিয়ন ভ্যান্সারসহ দুটি প্রতিষ্ঠান। আমদানি কারক ভারতের সিদ্ধেশরী ইন্ডিয়া। পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেন সিঅ্যান্ডএফ এজেন্ট বিশ্বাস এন্টার প্রাইজ।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূগাপূজা উপলক্ষে সরকার গত ২০ সেপ্টম্বর বাংলাদেশের ৫২ জন রফতানি কারককে প্রত্যেককে ৪০ টন করে ২০৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের। বুধবার প্রথম চালানে দুই জন আমদানি কারক ২৩ টন ইলিশ ভারতে পাঠালো।
ইলিশ রফতানি কারক নুরুল আমিন বিশ্বাস জানান, দেশে ইলিশের উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করেছিল সরকার। পরবর্তীতে বন্ধুত্ব ও সৌহাদ্যের সর্ম্পক্যের সুত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়ে আসছে। এমন সৌহাদ্য মনোভাব দুই দেশের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্বের সর্ম্পক্য আরো বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here