দেবহাটায় কঠোর অবস্থানে খলিশাখালীর জনতা

0
287

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দখল কৃত খলিশাখালীর ভূমিহীন জনতা কঠোর অবস্থানে আছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকার দখল কৃত ভূমিহীনেরা কঠোর অবস্থানে রয়েছে। তারা সেখানে শতশত নারী ও পুরুষের অবস্থান। কেউ তাদের জনপদ থেকে উচ্ছেদ করতে পারবেনা।সরজমিন পরিদর্শন কালে আবারও ভূমিহীন জনতা বলেন, আমরা ভূমিহীন পরিবার। খলিশাখালী সরকারি খাসজমি এই সত্তে দখল করে নিয়েছি।ইছাদ আলী গাজী,কামরুল ইসলাম সহ- ভূমিহীন সদস্যরা জানান, আমাদেরকে কোন মুহূর্তে উচ্ছেদ করতে পারবে না।যদি ও কেউ কোন প্রকার আমাদের উপর আক্রমণ ও উচ্ছেদের চেষ্টা করে এই চেষ্টা সু-ফল হবে না।আমরা খলিশাখালী শেখ মুজিব নগর আবাসন কেন্দ্র নাম দিয়েছি এই নামের সন্মান কোন মুহূর্তে ক্ষুন্ন হতে দেওয়া হবে না এমনই জানান বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here