প্রধানমন্ত্রী “মুকুট মণি” ভূষিত হওয়ায় নলতায় আনন্দ মিছিল ও সমাবেশ

0
308

আব্দুস সালাম, ভ্রাম্যমান প্রতিনিধি: প্রধানমন্ত্রী জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরষ্কার অর্জণ করায় এবং “ক্রউন জুয়েল বা মুকুট মণি” সম্মানে ভূষিত করায় নলতায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফানের আয়োজনে ও অধ্যাপক আ.ফ.ম হক-এমপির পক্ষ থেকে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে মোবাইল কনফারেন্স বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম ।
কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি আব্দুল খালেক, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাঈন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার প্রেক্ষিতে আজ বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করতে সক্ষম হয়েছে। প্রধান মন্ত্রীর নেওয়া টেকসই উন্নয়ন আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আরো বলেন, এই ধারা অব্যাহত রাখতে আগামী সকল নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here