চুকনগরে ১৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
612

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যান যুব সংঘের উদ্যোগে খুলনা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদীর স্মরণে শনিবার বিকেলে নরনিয়া ফুটবল মাঠে ১৬দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় শিরোমনি ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে তালা ফুটবল একাদশ জয়লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খুলনা জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। এর আগে বিকাল ৪টায় খেলার শুভ উদ্বোধণ করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি অধ্য্ এবিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি এম আব্দুস সালাম, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল। উপস্থিত ছিলেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, জেলা আ’লীগের সদস্য জামিল খান ও শিউলি সরোয়ার, জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শোভারানী হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক শেখ হেলাল উদ্দীন, চুকনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেন, শেখ ইকবল হোসেন, খান আবুল বাশার, কৃষ্ণ নন্দী, আক্তারুল আলম সুমন, ইমরান হুসাইন প্রমুখ। সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব। সার্বিক সহযোগীতা করেন মনিরুল হাসান লিটন ও মফিজুর রহমান। প্রধান অতিথি বিজয়ী দলকে মোটর সাইকেল ও রানাস্ আপ দলকে ফ্রিজ উপহার দেন। খেলা পরিচালনা করেন বিল্লাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here