গৌরঙ্গ চন্দ্রকে গ্রেফতারের প্রতিবাদে ঝিকরগাছায় পূজা পরিষদের প্রতিবাদ সমাবেশ

0
409

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরঙ্গ চন্দ্র দে কে মিথ্যা অভিযোগে গ্রেফতার, সারাদেশে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয়েছে। সোমবার বিকালে ঝিকরগাছা বারোয়ারী পূজা মন্দির থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঝিকরগাছা বাজারে এসে শেষ হয়। অতঃপর কপোতাক্ষ সেতুসংলগ্ন স্থানে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী। এসময় বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত সেন মনি, সংগঠনের সাবেক উপজেলা সভাপতি অশোক দত্ত, পৌর সাধারন সম্পাদক নারায়ন অধিকারী, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, শ্যামল মোদক, নিরোধ বিশ^াস, অরুন ঘোষ মনা, মিহির দাস, নিলিম বসু প্রমূখ। সভায় বক্তারা গৌরঙ্গ চন্দ্র দে এর নামের মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার কারামুক্তি দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here