স্টাফ রিপোর্টার : যশোর জেলার শার্শার নাভারণ কিনিক হতে চুরি যাওয়া নবজাতক উদ্ধার করলো পিবিআই যশোর । গত ২৮ সেপ্টেম্বর এক বিশেস অভিযান চালিয়ে পিবিআই সদস্যরা যশোর জেলার ঝিকরগাছা থানার বাকড়া এলাকা হতে উক্ত চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে।
গত ৯ সেপ্টেম্বর দুপুরের যে কোন সময় সকলের অগোচরে শার্শা থানাধীন উত্তর বুরুজবাগান গ্রামস্থ নাভারণ কিনিকের বেড থেকে ০১ (এক) দিন বয়সের নবজাতক চুরি হয়ে যায়। পিবিআই যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল কর্তৃক টানা অভিযান পরিচালনার মাধ্যমে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করে।
উক্ত নবজাতক চুরি যাওয়া সংক্রান্তে যশোর জেলার শার্শা থানার মামলা নং-১৪, তারিখ-০৯/৯/২০১ খ্রিঃ, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১০(২) রুজু হয়। চুরির ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।















