স্টাফ রিপোর্টার : যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোস্তফা কামাল এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান শার্শা উপজেলার খড়িডাঙ্গা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাস্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৯ আগস্ট সন্ধায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেলে বেনাপোল থেকে ফেনসিডিল বহন করে যশোরের দিকে আসছেন। তাৎক্ষনিক তারা পুলেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উৎ পেতে থাকে । রাত ছয়টা ৪৫ মিনিটে বাজাজ ভেসপা মোটরসাইকেলে করে দ্রুতগতিতে হাফিজুর যশোরের দিকে যাওয়ার পথে পুলিশ তার গতিরোধ করে। পরে তার দেহ ও মোটর সাইকেল তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের ছিটের ভেতর থেকে ৪০ বোতল ও সাইড বক্সের ভেতর থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৬৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল(খুলনা মেট্রো হ-২০-৩৭৮৩) সহ হাফিজুরকে আটক করে পুলিশ। এ ঘটনায় চাঁচড়া ফাঁড়ির তৎকালীন টি.এস.আই রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। একই বছরের ২৪ সেপ্টেম্বর কোতোয়ালী থানার পুলিশ অফিসার অপূর্ব হাসান আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমাদেন।
বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিনে আদালত এ মামলার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে আসামিকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।














