যশোরে এম-ওয়ার্ল্ড কর্তৃক গরিব মাছ চাষীদের মাঝে মাছ পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি ভ্যানগাড়ি বিতরণ

0
409

মৎস্য শিল্পকে আরো এক ধাপ এগিয়ে নিতে যশোরে গতকাল ৩ অক্টোবর এম-ওয়ার্ল্ড
নামক সংস্থার মাধ্যমে ‘আসছে বাড়ি মাছের গাড়ি ‘অ্যাপের স্লোগানকে সামনে রেখে
খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা ও নড়াইল অঞ্চলের ২১ জন গরিব মাছ চাষিদের মাঝে
মাছ পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি ভ্যানগাড়ি বিতরণ করা হয়।ইউএসএআইডি এর
অর্থায়নে ফিড দ্য ফিউচার বাংলাদেশ একুয়াকালচার অ্যাক্টিভিটির আওতায়
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ এর বাস্তবায়নে এম ওয়ার্ল্ড মৎস্যশিল্পের উন্নয়নের
জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করে আসছে। তারই
ধারাবাহিকতায় বিভিন্ন অঞ্চলের অতিদরিদ্র ২১ জন মাছচাষিদের মাছ পরিবহনের
সুবিধার্থে এই ভ্যান গাড়ি গুলো বিতরণ করে। উক্ত ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন এম-ওয়ার্ল্ডের প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা পরাগ,ফিন্যান্স
অফিসার মাসুদুর রহমান,ফিল্ড প্রমোটর ইসমাইল হোসেন প্রমুখ। বিশেষভাবে তৈরি এই
ভ্যান গাড়ি গুলো মাছ চাষীদের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ
ব্যক্ত করেন এম-ওয়ার্ল্ড যশোরের প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা পরাগ। তিনি আরো
বলেন,এম-ওয়ার্ল্ড ভবিষ্যতেও খুলনা অঞ্চলের মাছ চাষীদের ভাগ্যোন্নয়নে এমনভাবে
সর্বদা পাশে থাকবে। এ সময় উপস্থিত মাছ চাষীদের সাথে কথা বলে জানা যায় এই
ভ্যানগাড়ি গুলো তাদের প্রত্যন্ত অঞ্চলে মাছ পরিবহনের জন্য খুবই উপকারে আসবে।
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাছ চাষি জাহাঙ্গীর হাওলাদার
বলেন,গাড়িগুলো তারা মাছ পরিবহন,মাছের খাবার পরিবহন এবং নানান সময়ে বিভিন্ন
বিপদে -আপদে ব্যবহার করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here