কলারোয়ায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা

0
406

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, জেলা পরিষদ সদস্য রোকেয়া মোসলেম, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, নবনির্বাচিত সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বর্তমান ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, বর্তমান ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ।
প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, শেখ আশিকুর রহমান মুন্নাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সুধী ও সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here