স্টাফ রিপোর্টার : পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের সমাপনী বা বিজয়াদশমী আজ শুক্রবার মহাদুর্গাদশমী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এ তিথিতে সকাল ৮টা ৫১ মিনিটের মধ্যে দুর্গাপূজা সমাপন ও দেবীদুর্গার দর্পণ নিরঞ্জন। এদিকে উৎসবের চতুর্থ দিন বৃহস্পতিবার অশুভশক্তি বিনাশের প্রার্থনা জানিয়ে আনুষাঙ্গীক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানসহ দেবীদুর্গার মহানবমী পূজা সম্পন্ন হয়েছে। এদিকে সনাতম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার এ দিনে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচায্য এমপি, শাহীন চাকলাদার এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, পুলিশের খুলনা বিভাগের ডিআইজি ড. মুুহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যশোর শহরের রামকৃষ্ণ আশ্রমসহ যশোর পৌর এলাকার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন
এদিনও প্রচÐ তাপমাত্রাকে উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দির-মÐপে উৎসব আমেজে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
এদিকে বিগত বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আজ শুক্রবার যশোর লালদিঘিতে প্রতিমা নিরঞ্জনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যশোর পৌরসভার উদ্যোগে দিঘির পূর্বপাড়ে কাঠের অস্থায়ী ঘাট নির্মাণ ও দিঘির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত জানান, বিকেল ৪টা থেকে লালদিঘিতে বরাবরের মত নৌকায় করে প্রতিমা নিরঞ্জন হবে। পৌর এলাকার শ্রীশ্রী হরিসভা মন্দির, সিদ্ধেশ্বরী কালি মন্দির, নীলগঞ্জ মহাশ্মশান, মুড়লী জোড়া মন্দির, মাড়–য়া মন্দির, বকচর শ্রীশ্রী ল²ী নারায়ণ মন্দির, বেজপাড়া পূজা মন্দিরসহ কদমতলা, পূর্ববারান্দী মোল্লা পাড়া, বেজপাড়ার বুনোপাড়া, মেঠোপাড়া, বনানী রোড এলাকা, নিউ বেজপাড়া, সিটি কলেজপাড়া, চুড়িপট্টি, শহীদ সুধিরবাবুর কাঠগোলা, বাগমারা পাড়াসহ ৩৫টি মন্দির ও মÐপ এবং ব্যক্তিগত মন্দিরের দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হবে।
এদিকে শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন বৃহস্পতিবার সকল দুর্গা মন্দির ও মÐপে ধর্মীয় ক্রিয়াদী পালনের মাধ্যমে দেবীর প্রতি ১০৮টি পদ্মফুল উৎসর্গ, অসুর শক্তি বিনাশ করে দেশবাসীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ, অঞ্জলী প্রদানের মধ্যদিয়ে সম্পন্ন হয় মহানবমী। এসময় মাতৃবন্দনায় মেতে ওঠেন ভক্তবৃন্দ। পুষ্পাঞ্জলি দিয়ে তাদের অর্ঘ্য দেন দুর্গতিনাশীনী দেবী দুর্গার কমলচরণে।
সরেজমিনে, শারদীয় দুর্গোৎসব ঘিরে যশোর পৌর এলাকার ৪১টা পূজা মন্দির ও মÐপে দর্শনার্থীদের ব্যাপক ভীড় দেখা যায়। বিশেষ করে বেজপাড়া এলাকায় শহীদ সুধির বাবু কাঠগোলা মÐপ প্রাঙ্গণ থেকে শুরু করে গয়ারাম, নিউ গয়ারাম সড়ক, বেজপাড়া পূজা সমিতি মন্দির, শ্রীধর পুকুর, নিউ বেজপাড়া সংলগ্ন মন্দির ও মÐপে পুজারী ও দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা যায়। এছাড়া সুসজ্জিত তোরণ আর বৈদ্যুতিক রঙিন আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে সকল মন্দির-মÐপ প্রাঙ্গন।















