তালায় শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

0
429

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপল্েয তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় দিনটি উপল্েয তালা উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স কাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্য এনামুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি মো. নাজমুল হুদা, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।
এসময় বক্তব্য রাখেন, উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাক্তার রাজিব সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিা অফিসার আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিা অফিসার শেখ মোস্তফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ওবায়দুল হক, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিাপ্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপল্েয কর্মসূচি পালন করেছে।
এদিকে সন্ধ্যায় তালা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মীর জাকির হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও কেক কাটা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here