যশোর মুসলিম এইড ইনস্টিটিউটের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

0
438

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করেছে মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি – এমএআইটি যশোরের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় যশোর কালেক্টরেট চত্বরে স্থাপিত শেখ রাসেলের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আক্তার আলীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের এ্যাডমিন অফিসার এয়াহিয়া খালেদ, এ্যাডমিশন এন্ড জব প্লেসমেন্ট অফিসার নূর ইসলাম, অফিস সহকারী আব্দুল্লাহ হেল ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
পরে প্রতিষ্ঠানে শেখ রাসলের জীবনী মুলক এক আলোচনা সভায় ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন। আলোচনা শেষে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের একাউন্টস অফিসার নাজমুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ইনস্টিটিউটের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here