এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরা কোর্ট চত্তরে ক্যানভাসারদের মিষ্টি কথায় আসামী পক্ষের অভিভাবক ও আসামীদের জামিন দিতে এসে সাপ খেলা ক্যানভাসারের ধান্দায় পড়ে টাকা পয়সা খোয়ায়ে ফিরছে বাড়ী। আর পকেট তাজা হচ্ছে বাস টার্মিনালের পাশে বসবাসকারী ক্যানভাসার বাবুর। সাধারনের চোখে আঙ্গুল দিয়ে দৈনিক হাজার হাজার টাকা লুটে নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায় ক্যানভাসার বাবু কোর্ট এলাকার পুলিশকে ম্যানেজ করে কোর্ট চলাকালীন সময়ে কোর্ট এলাকার মেহগনি বাগানে প্রথমে ক্যানভাসার বাবু বক্স থেকে সাপ বের করে একটি মোটা ৫/৬ ফুট আর একটা ছোট চিকন সাপ বের করে বয়ান দেবে ভাই; এই সাপ কামড় দিলে ৫মিনিটের মধ্যে করবেনা কারো মাপ। এরপর দুই সাপের লড়াই দেখানোর কথা বয়ান দিতে শুরু করবে। তখন দর্শকরা আগ্রহ নিয়ে সাপ খেলার দেখার অপেক্ষায় দাড়িয়ে থাকে এবং প্রচুর দর্শক সমাগম হয়। গ্রামের/পাড়াগায়ের সহজ সরল মানুষ কোর্টে আসে বিভিন্ন মামলা মোকদ্দমার জন্য। এই বাবুর খপ্পরে পড়ে সাপ লড়াই দেখতে গিয়ে খোয়াচ্ছে পকেটের টাকা। বাবু দর্শকদের উদ্দেশ্যে জানাই, আপনাদের কাছে আমি কোন মাদুলি বিক্রি করতে আসেনি। সাপের দুধ খাওয়ানোর জন্য ২ টাকা। কিছুক্ষন পর আমার স্বপ্নে পাওয়া এই গাছ কোন টাকা লাগবে না। পাবে মাত্র দশ জন কে কে নিবেন হাত তোলেন। আরও বয়ান রাতে স্ত্রীর পাশে থেকে লজ্জা পাচ্ছেন স্ত্রীর সঙ্গে মিলন ঘটাতে। স্ত্রী রাগ করে বাপের বাড়ী চলে যাই। এ লজ্জা কি ঢেকে রাখা যায়। আমার এই গাছ দুই সপ্তাহ ব্যবহার করলে আপনার স্ত্রী কোথাও যাবেনা। আপনি পাবেন পরিপূর্ণ যুবকের মত শক্তি। কেও আসামী জামিন নিতে এসেছেন কিন্তু জামিন পাচ্ছেন না। আমার এই গাছ নিলে জর্জের মন পরিষ্কার হয়ে যাবে। মামলা থেকে জামিন পেয়ে যাবি। তুই টাকা দিবি ১ হাজার। সহজ সরল দর্শকদের কাছ থেকে এভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক ক্যানভাসার বাবু। এ ব্যাপারে ক্যানভাসার বাবুর ধান্দাবাজী করে মক্কেল ও দর্শকদের ঠকিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ায় কোর্ট চত্তর থেকে উৎখাতের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট আহবান জানিয়েছেন এলাকার দোকান ব্যবসায়ী সহ শত শত পথচারী।
Home
খুলনা বিভাগ সাতক্ষীরা কোর্ট চত্তরে সাপ খেলার প্রতারণায় টাকা পয়সা হারাচ্ছে কোর্টের মক্কেলেরা ...















